পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরখালী এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার পলাতক আসামী পলায়নের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের টিএন্ডটি রোড থেকে থানায় নিয়ে আসার সময় হ্যান্ডকাপ নিয়ে দায়িত্বরত পুলিশকে ধাক্কা দিয়ে আসামী পালিয়ে যায়।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠিত একটি চুরির মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান গলাচিপা থানার অফিসার ইনর্চাজ জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বুধবার দুপুর ১২টার দিকে সংশ্লিষ্ট পুলিশ জানতে পারে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহাগ প্যাদা সদর ইউনিয়নের চরখালী এলাকায় অবস্থান করেছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন ও এসআই ইব্রাহীমসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করেন।
ধৃত আসামীকে নিয়ে শহরের টিএন্ডটি রোড এলাকায় পৌছলে আকস্মিক ভাবে দায়িত্বরত পুুলিশকে ধাক্কা দিয়ে আসামীর হাতে পরিহিত হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যান।
পরে ওই আসামী আটক করার জন্য পুলিশ শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। আসামী সোহাগ প্যাদা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার বাসিন্দা মো. হোসেন প্যাদার ছেলে বলে পুলিশ জানান।’
শিরোনামOther