বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ০৭ ফেব্রুয়ারি ২০১৮
৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনকে ঘিরে বর্ণিল রূপে সেজেছে বরিশাল। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধাঁনো আলোকসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে ‘কীর্তনখোলা’ তীরের এ নগর।
পাশাপাশি বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মাঠে স্থাপন করা হয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের একটি বিশাল বিলবোর্ড। মাঠের পশ্চিম প্রান্তে স্থাপন করা হয়েছে পদ্মাসেতুর মডেল। আর মাঠের পূর্ব প্রান্তে তৈরি করা হচ্ছে জনসভার মঞ্চ। পদ্মাসেতুর মডেল দেখতে অনেকেই ভিড় করেছে বঙ্গবন্ধু উদ্যানে। অনেকেই বলছেন, পদ্মাসেতুর মডেল দেখলেই মনে হয় বরিশাল বাসির স্বপ্ন পুরনের পথে।
পুরো মাঠজুড়ে উড়ছে লাল-সবুজের ফিতে, মাঠের পাশের সড়ক ও লেকজুড়ে করা হয়েছে ঝলমলে আলোকসজ্জা। আশপাশের বিভিন্ন ভবনের ছাদে ও মাঠে অস্থায়ী অবকাঠামোর উপর স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের দলীয় প্রতীক বহু নৌকা।
গোটা বরিশালের গুরুত্বপূর্ণ সড়কের মোড়সহ প্রধানমন্ত্রীর চলাচলের পথে নির্মাণ করা হয়েছে ২০টিরও বেশি দৃষ্টিনন্দন তোরণ ও নকশি করা ফটক। বিভিন্ন সড়কের পাশেও শোভা পাচ্ছে ব্যানার-ফেস্টুন। সড়কের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে বসানো হয়েছে বাহারি সাজে।’