পুলিশের দায়ের করা অস্ত্র আইনের মামলায় বাকেরগঞ্জ বিএনপি নেতা সালাম সিকদারকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিঙ্গাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। রোববার (২১ জানুয়ারি) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: ফারুক হোসাইন আসামীর বিরুদ্ধে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে শনিবার ওই আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: জাহিদুল আলম আসামীর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল। আসামী হলেন- বাকেরগঞ্জ উপজেলাম ঢালমারা এলাকার মৃত ইউনুস সিকদারের ছেলে মো: সালাম সিকদার।
এজাহার সূত্রে জানা গেছে- গত ১৭ জানুয়ারি রাতে বাকেরগঞ্জ থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বসতঘরে অভিযান চালিয়ে তার খাটের নীচ থেকে ১ টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: আব্দুল হক বাদী হয়ে বিএনপি নেতা মো: সালাম সিকদারকে আসামী করে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
এর আগে পূর্ব শত্রুতার জেরে বাকেরগঞ্জের মহেষপুর এলাকার ব্যবসায়ি সৈয়দ সুলতান হোসেনকে ২০১৭ সালের ১১ ডিসেম্বর রাত ৬টা ৪০ মিনিটের সময় মহেষপুর বাজারে বসে আসামী সালাম সিকদার তার দলবল মারধর করে। পরে সালাম সিকদার ওই ব্যবসায়িকে হত্যার উদ্দেশে পেটের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সুলতান হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় ওই বছরের ১৩ ডিসেম্বর আহত ব্যবসায়ির স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে সালাম সিকদারসহ ১১ জনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করে। সেই মামলায় গত ১৪ জানুয়ারি বাকেরগঞ্জ থানার পুলিশ বিএনপি নেতা সালাম সিকদারকে আরও ৩ দিনের রিমান্ডে নিয়েছিল।’
Other