রাজধানীর ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলনকে পুলিশি নির্যাতনে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী পুলিশ সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে কালোব্যাচ ধারন করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের কঠোর বেষ্টনীর মধ্যে মহানগর বিএনপি’র উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি মনিরুল আহসান মনির, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন এবং মহিলাদল নেতা শামীমা আকবর প্রমুখ।
এদিকে একই দাবিতে সকাল ১১টায় বরিশাল উত্তর ও দক্ষিন জেলা বিএনপি’র উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, রফিকুল ইসলাম লাবু, ইসরাত হোসেন কচি ও নুরুল আলম রাজু প্রমুখ।”
বিএনপি’র এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি অফিসের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।’
Other