বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। ওই মিছিল পরবর্তী একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন বরিশাল মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুন।
সেখানে তিনি লিখেছেন দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে বরিশাল মহানগর যুবদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।
কিন্তু কোথায় বা কখন মিছিলটি করা হয়েছে সেই বিষয়টি তিনি উল্লেখ করেননি।
তবে যুবদলের এই জানিয়েছেন- মিছিলটি শহরের নথুল্লাবাদে করা হয়।
মিছিলের ব্যানারে উল্লেখ রয়েছে- দেশনেত্রী খালেদা জিয়ার অবৈধ কারাদণ্ডাদেশ মানি না, বাতিল কর।’
এই মিছিলের অগ্রভাগে রয়েছেন বরিশাল মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুন।
Other