বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল বোর্ডের ওয়েবসাইটে দেয়া পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এতে জানানো হয়- পুনঃনিরীক্ষণের জন্য মোট ২ হাজার ৩০৪ জন শিক্ষার্থী আবেদন করেন। যার মধ্যে ১০০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এতে ৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস এবং ২৮ জন জিপিএ ৫ অর্জন করেছেন।
Other