অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় জামিন না দেয়ায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে ভাঙচুর করেছে মো. নয়ন (৪০) নামে এক আসামি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) আদালতের বিচারকার্য চলাকালে জেলার বাকেরগঞ্জের এ আসামিকে করাগারে নিয়ে যাওয়ার সময় লাথি মেরে আদালতের গ্লাস ভেঙে ফেলে। এসময় আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এজলাসে উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি গিয়াস উদ্দিন কাবুল এ তথ্যের সত্যতা স্বীকার বরিশালটাইমসকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত নয়ন এর নামে অস্ত্র আইনে মামলা আছে। বুধবার ওই মামলায় জামিন না হওয়ায় তাকে পুলিশ কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালত কক্ষের গ্লাস লাথি মেরে ভেঙে ফেলে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা দায়ের হচ্ছে। আদালতে উপস্থিত একাধিক আইনজীবী জানান, আকস্মিক ঘটনায় সকলে চমকে ওঠে। জামিন বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে ওই আসামি।
এ বিষয়ে জজ আদালতের পেস্কার মো. ফারুক খান বলেন, পিপি’র সহকারী এসআই ফারুক এ ঘটনায় মামলা প্রস্তুত করছেন। ওই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা চলমান।
শিরোনামOther