একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ০১ মিনিটে শহরের সার্কিট হাউজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা জানানো হয়।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের করুণ সুরে কালো ব্যাজ ধারণ করে শহীদদের প্রতি এ শদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষের হাতে রয়েছে ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক।
একুশের প্রথম প্রহর থেকে শ্রদ্ধাঞ্জলি নিবদেন করেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাববি কামাল, মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসনের পক্ষে বিভাগীয় কমশিনার মো. শহিদুজ্জামান, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তাগণ।
এরপর জেলো ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতকি সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসা অধিকাংশ মানুষের পোশাকে একুশের চেতনার ছাপ শোকের কালো রং।’
এদেিক একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চার দিন ধরে শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক করা হয়েছে। এছাড়া চারুকলা বরিশালের কর্মীরা আলপনা অঙ্কন করে।”
শিরোনামOther