১১ মিনিট আগের আপডেট রাত ৮:২৯ ; বৃহস্পতিবার ; মার্চ ২৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশাল জেলা মৎস কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট
১১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৮

বরিশাল জেলা মৎস কর্মকর্তা সাজদার রহমানের বিরুদ্ধে মৎস্য প্রকল্পের উদ্যোক্তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ও উজিরপুরের জল্লায় কৃষ্ণবালার বাড়ির পুকুর পুনঃখনন প্রকল্পের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মাহবুব আলম জেলা মৎস্য কর্মকর্তা মো. সাজদার রহমান’র বিরুদ্ধে তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক ও বরিশাল দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে- বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে কৃষ্ণবালার বাড়ির পুকুর পুনঃখনন প্রকল্পের বিপরীতে ১৯ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ পান। রোববার তিনি জেলা মৎস্য কর্মকর্তা মো. সাজদার রহমানের কাছে ওই প্রকল্পের বরাদ্দের প্রথম কিস্তির ৪ লাখ ৯৯ হাজার টাকার ছাড়পত্রের জন্য গেলে তিনি প্রকল্পের বরাদ্দ করাতে হলে তাকে দুই লাখ টাকা ঘুষ দিতে হবে বলে জানান।

ইঞ্জিনিয়ার মাহবুব আলম ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বরাদ্দ বাতিল করে অর্থ ফেরত পাঠানো হবে বলে তাকে হুমকি দেওয়া হয়।এসময় তার সঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণও করেন। ফলে ইঞ্জিনিয়ার মাহবুব আলম মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক ও বরিশাল দুর্নীতি দমন কমিশনে (দুদক)র কাছে জেলা মৎস্য কর্মকর্তার ঘুষ দাবি ও অসৌজন্যমূলক আচরণের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. সাজদার রহমান চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলা অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে কম্বিং অপারেশনের জন্য সরকারী বরাদ্দের ১০ লাখ টাকার মধ্যে ৬ লাাখ ১০ হাজার টাকা তিনি একা আত্মসাত করেন। মাত্র ৩ লাখ ৯০ হাজার টাকা ১০টি উপজেলায় মৎস্য অফিসগুলোতে বরাদ্দ দেওয়া হয়।

গত বুধবার কম্বিং অপারেশনের বরাদ্দের টাকার বিষয়ে জানতে চাওয়া নিয়ে নিয়ে জেলা মৎস্য অফিসের প্রধান করনিক মেজবা উদ্দিনকে জেলা মৎস্য কর্মকর্তা সাজদার রহমান তার অফিস কক্ষে পেপার ওয়েট মেরে আহত করেন। এসময় অফিসের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে তাকে অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান এসে জেলা মৎস্য কর্মকর্তা সাজদার রহমানকে তালবদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে তাকে দিয়ে ক্ষমা প্রার্থনা করে কর্মচারীদের ক্ষোভ সামাল দেন।

এছাড়াও জেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে জেলা মৎস্য অফিসের অপর স্টাফ ইউনুস আলীকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। গত বছরের ২০ নভেম্বর যোগদান করা জেলা মৎস্য কর্মকর্তা মো. সাজদার রহমানের বিরুদ্ধে মাত্র চার মাসে স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, অনিয়ম ও দুনীতির অভিযোগ সর্বমহলে ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মো. সাজদার রহমান ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ওই প্রকল্প নীতিমালা বর্হিভূত ও ওয়ারিশ সম্পত্তি ওয়াকফ হওয়ায় বরাদ্দের ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মাহবুব আলম দাবি করেন ঘুষ দাবির ঘটনা আড়াল করতে জেলা মৎস্য কর্মকর্তা মিথ্যার আশ্রয় নিয়েছেন। তিনি যথাযথ প্রক্রিয়ায় এ বরাদ্দ পেয়েছেন।

Other

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  আকাশে পবিত্র রমজানের চাঁদ  নৌকায় ভোট চাইলেন এমপিপত্নী  কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখম  আগামীতে অনেক যড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হবে: ড. শাম্মী আহমেদ  ১০ উইকেটের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত টাইগারদের  ৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক  নুরজাহানের ঘর নির্মাণে এমপি রত্না আমিন এবং ইউএনও সজল চন্দ্র শীলের অর্থসহায়তা  প্রধানমন্ত্রীর সঙ্গে ভাত খেতে চাইলেন বানারীপাড়ার মনোয়ারা বেগম  বাউফলে কৃষকলীগ নেতার বসতঘরে হামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  যাতায়াতের একমাত্র ব্রিজটি ৭ বছর ধরে চলাচলের অনুপযোগী