৯ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:৩০ ; শনিবার ; জুন ৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ নেতা নাহিদের সন্ত্রাসের গোপন নথি ফাঁস!

বরিশালটাইমস রিপোর্ট
৮:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

প্রতরণা, হয়রানি, টাকা আত্মসাত ও হুমকি-ধামকি প্রদানের অভিযোগ তুলে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মেয়াদোত্তীর্ণ কর্মপরিষদের জিএস ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।

বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলন করেন বরিশাল নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা এবং জেএস মিডিয়া সাইন প্যানাফ্লেক্স ও দেশ ব্রিকস নামক ইটভাটার মালিক মো. জাহিদ হাসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদ হাসান বলেন, বরিশাল নগরীর শেষপ্রান্ত কালিজিরা ব্রিজের পরে তার দেশ ব্রিকস নামক ইটভাটা রয়েছে। যে ইটভাটা থেকে তথাকথিত ঠিকাদর পরিচয়দাতা ও অবৈধ অস্ত্র মামলার আসামি নাহিদ সেরনিয়াবাত দাদনের (অগ্রিম) মাধ্যমে ইট ক্রয় করতো।

সরলতার সুযোগ নিয়ে বিশ্বাস স্থাপন করার নাকট সাজিয়ে নাহিদ তার স্ত্রীর মাধ্যমে জনতা ব্যাংক থেকে লোন করার কথা বলে বেশকিছু দিন পূর্বে একটি পার্টনারশিপ চুক্তিপত্র নেয়। যে চুক্তিপত্র লোন পাশ হওয়ার পর ফিরিয়ে দেয়ার কথা থাকলেও তা না দিয়ে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি নলছিটি থানায় আমার (জাহিদ হাসান) বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দেয়।

এর পাশাপাশি জিম্মি করে বিভিন্ন ধরনের ছবি তুলে, ফেসবুকে জামাত শিবির আখ্যা দিয়ে, গোয়েন্দা পুলিশের নিকট ভূয়া তথ্য দিয়ে, অস্ত্রের মুখে ভয় দেখিয়ে শ্রমিকদের আটকে রেখে দফায় দফায় ব্ল্যাকমেইল করেন তাকে।

জাহিদ হাসান আরও বলেন- প্রথম নগদ টাকা দিয়ে বিশ্বাস স্থাপন করলেও পরে নানানভাবে টাকা দেয়া বন্ধ রাখে।। নাহিদ এর কাছে বর্তমানে তিনি ৬২ লাখ ৩৭ হাজার টাকা পান। এ টাকা না দেয়ায় তিনি বরিশালের আদালতে একটি মামলাও দায়ের করেন।

তিনি বলেন- নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে হিজলার প্রয়াত মাসুদ আলম নামক এক ব্যবসায়ী ১০ লাখ ৪০ হাজার টাকা পেতেন। যিনি জীবিত থাকাকালীন অবস্থায় নাহিদের বিরুদ্ধে সমমান টাকার চেক ডিজঅনারের একটি মামলাও করেছিলেন।

এছাড়া হিজলার আদিয়া এন্টারপ্রাইজের মালিক নিজাম নামে এক ব্যবসায়ী ১২ লাখ ৭০ হাজার টাকা পান নাহিদের কাছে। যে টাকা চাইতে গিয়ে নাহিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলে মামলা করেন ওই ব্যবসায়ী।

লিখিত অভিযোগ তিনি আরও বলেন- নাহিদ মানুষের টাকা আত্মসাতের পাশাপাশি বিএম কলেজে নিজের আধিপাত্য বোঝানোর জন্য গোলাগুলি ও গোলমাল করা, জমি দখল, ফ্ল্যাট দখল, ঠিকাদার ব্যবসায়ীদের লাঞ্চিত, হুমকি-ধামকি দেয়াসহ নানান অপকর্ম করে আসছে।

এমনকি রাজধানীতে র‌্যাবের হাতে অবৈধ অস্ত্র আটকও হয় সে। যে ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলাও করেছিল।

তিনি বলেন, গত বছরের ২২ জুলাই আমার বসতঘরে ক্যাডার বাহিনী পাঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসেন। বর্তমানে আমি আর্থিক, সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানসিক বিপর্যয়ে পরিবার নিয়ে হুমকির মধ্যে রয়েছি।

এ থেকে পরিত্রাণ পেতে গত বছরের ২৯ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় পুলিশ প্রসাসন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত লিখিত আবেদন প্রেরণ করেছি।

সংবাদে সম্মেলনে এ বক্তব্যের পাশাপাশি ওই ব্যক্তি নাহিদের বিরুদ্ধে বিভিন্ন মামলার কাগজ, সংবাদপত্রে প্রকাশিত নানান ঘটনার সংবাদের কাটিং ও অডিও রেকর্ড প্রদর্শন করেন।

এ বিষয়ে জানতে নাহিদ সেরনিয়াবাতের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে নৌকাপ্রার্থীর উঠান বৈঠকে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ-রক্তপাত  বদলে গেছে ৫ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা  বরিশাল সিটি নির্বাচন: ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা  পাথরঘাটায় ভাইয়ের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ  জাবির বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আসিফ-দিলশাদ  বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আ.লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী  বরগুনায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’  ‘প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে না’  সবজির দাম সামান্য কমলেও মাছ-মাংসে উত্তাপ  বাজেটে কে খুশি হলো খুঁজেই পাচ্ছি না : ফাহমিদা খাতুন