ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রাম থেকে রোববার (১১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ১৫টি পেট্রোল বোমাসহ ১ জনকে আটক করেছে বরিশাল র্যাব। ওই সময় আটক শাহরিয়ার হোসেন শান্তর (২২) কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা রোববার ভোর ৫টার দিকে চর কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে শাহারিয়ার হোসেন শান্তকে আটক করে।
এসময় তার হেফাজতে থাকা ১৫টি পেট্রোল বোমা ও ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শান্ত ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে।
আটক আসামি শান্ত র্যাবের জিজ্ঞাবাসাদে এবং স্থানীয় গ্রামবাসী জানায়, শান্ত পেশাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় অস্ত্র আইনে ১টি, মাদক আইনে ৪টিসহ মোট ৭টি মামলা রয়েছে।
সে দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলায় ইয়াবা বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ বিষয়ে র্যাব বাদী হয়ে কোতয়ালি থানায় একটি বিস্ফোরক ও একটি মাদক আইনে মামলা করেছে।
আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
শিরোনামOther