বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পিতা সাবেক সেনা সদস্য ও সাবেক ইউপি সদস্য উপজেলা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (০১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলা শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে- গত ১৭ ফেব্রুয়ারি আলতাফ হোসেন হাওলাদার মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হন। ওই সময় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে সম্প্রতি তাকে বাসায় নেওয়া হয়।
সাংবাদিকের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন বাবুগঞ্জের বাসিন্দা সমাজকল্যাণমন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাসেদ খান মেনন ও স্থানীয় সাংসদ অ্যাডভোকেট শেখ মো. টিপুসহ রাজনৈতি আরও অনেক নেতাকর্মীরা।
Other