সমাজকল্যাণমন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন- বতর্মান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশে ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের এ ধারাবাহিতা বজায় রাখতে এই সরকারকেই পুনরায় নির্বাচিত করুন। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন- বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের সৃষ্টি হবে। এ অবস্থা থেকে মুক্তি পেতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের পক্ষে নির্বাচন করে এ সরকারকে পুনরায় ক্ষমতা আনতে হবে।
নতুবা বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে দেশে রক্তের গঙ্গা বইয়ে দেবে। সুতরাং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে করে তারা ক্ষমতায় না আসতে পারে।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং আজিজুর রহমান ও মিজানুর রহমানের সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্যে রাখেন- বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব দেলোয়ার হোসেন এবং অধ্যাপক ইছাহাক শরীফ প্রমুখ।
এর আগে মন্ত্রী উপজেলার চাঁদপাশা ধুমচর ব্রিজ ও পশ্চিম ভুতেরদিয়া মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।’
শিরোনামOther