বরগুনার বেতাগী উপজেলায় সাত বছর বয়সী শিশু জাবেদকে পানিয়ে চুবিয়ে ও গলাটিপে হত্যা করেছে সৎ ভাই তের বছর বয়সী ইমরান হোসেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯ টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নে।
এই ঘটনায় বড় ভাই খুনি ইমরান হোসেনকে (১৩) আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে- উপজেলার বিবিচিনি ইউনিয়নের ওই গ্রামের আব্দুস সোবাহান সিকদারের দুই সংসার। আগের ঘরের সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো: ইমরান হোসেন বিকেলে তার আপন সৎ ভাই শিশু জাবেদকে বেড়ানোর কথা বলে ডিসির হাঁট এলাকায় তাকে নিয়ে যান। সন্ধ্যা ঘনিয়ে আসলে বাড়িতে না ফেরায় শিশু জাবেদের খোঁজাখুঁজি শুর হয়। একপর্যায়ে তাকে না পাওয়া সন্দেহের তীর ওঠে মো. ইমরান হোসেনের দিকে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একপর্যায় ইমরান জাবেদকে খুন করে জঙ্গলে রেখে এসেছে বলে সে স্বীকার করে।
ইমরানের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৯ টার দিকে দেশান্তরকাঠী গ্রামের খ্রীস্টান পল্লীর দক্ষিণ পাশে কলাবাগানের ঝোপের ভেতর পরে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
বেতাগী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুনি মো: ইমরান হোসেনকে আটক করে ও নিহত জাবেদের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বরিশালটাইমসকে জানিয়েছেন- বনের ভেতরে একটি গর্তের পানিতে চুবিয়ে ও গলাটিপে জাবেদকে হত্যা করা হয়। কিন্তু কী কারণে শিশু জাবেদকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তার কোন কারণ খুঁজে পায়নি পুলিশ।
এই ঘটনায় ইমরানকে আটক করে একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সাথে জাবেদের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠানো হয়েছে।’’
শিরোনামOther