ভোলার সদর উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা জেলা বিএনপির মানববন্ধনের দুই অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মানববন্ধনে বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাজন পট্টিতে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলাম নবী আলমগীরের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তার দুজন হলেন- পৌর যুবদলের আহ্বায়ক ফারুক সিকদার এবং যুবদল নেতা ও ভোলা সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল কাদের সেলিম।
জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মানববন্ধন চলাকালীন পুলিশ অতর্কিত হামলা চালায়। নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বাধা দেওয়া হলে লাঠিচার্জ করে পুলিশ। পরে আবার বিএনপির নেতা-কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে। তখন পুলিশ আবার লাঠিচার্জ করে ও দুইজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে গোলাম নবী আলমগীর বরিশালটাইমসকে বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে অহেতুক হামলা ও লাঠিচার্জ করেছে। নির্দোষ দুই নেতাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছে।’
ভোলার পুলিশ সুপার (এসপি) মোকতার হোসেন বিকেল ৪টার দিকে বরিশালটাইমসকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Other