৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মাঝরাতে খাল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২ পূর্বাহ্ণ, ০২ অক্টোবর ২০১৬

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের একটি খাল থেকে শনিবার এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এতথ্য নিশ্চিত করেছেন ।
মৃত কলেজছাত্রের নাম শুভ মণ্ডল (২০) । তিনি ওই ইউনিয়নের তেতলা গঙ্গামনি গ্রামের অনিল মণ্ডলের ছেলে এবং বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শনিবার বেলা সাড়ে ৩ টায় কলেজছাত্রের মৃতদেহের ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার দুপুরে কলেজছাত্র শুভ নিখোঁজ হন। স্বজন ও কলেজের শিক্ষকরা রাত ১২ টার দিকে বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করে।

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন