সম্প্রতি ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র দাবি নিয়ে ভারত-পাকিস্থান দুই বাহিনীর পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে নিজেদের দাবির সতত্য প্রমাণে গত শনিবার ঘটনাস্থলে সাংবাদিকদের নিয়ে গেল পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের অভ্যন্তরে ভিমবার থেকে ২০ কিলোমিটার দূরে বাঘশিরের লাইন অব কন্ট্রোলের কাছে ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি দেখাতেই সাংবাদিকদের নিয়ে যায় পাকিস্তানি বাহিনী।
এই এলাকায় ভারতীয় বাহিনীর অনুপ্রবেশ এবেবারে অসম্ভব। এলাকাটি এমনভাবে নজরদারিতে রাখা হয়েছে, কোনো বন্যপ্রাণীরও তা এড়িয়ে চলা সম্ভব নয় বলে ঘটনাস্থল থেকে জিও নিউজকে জানান পাকিস্তানি সাংবাদিক জারঘুন শাহ।