৯ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:২০ ; শনিবার ; জুন ৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

হেলিকক্টারযোগে পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বরিশালটাইমস রিপোর্ট
১১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছেছেন। ঢাকা থেকে প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারে করে লেবুখালীর উদ্দেশে রওনা দেন। পরে সকাল ১১টায় তিনি সেখানে পৌঁছান। সেখানে তিনি ‘শেখ হাসিনা সেনানিবাসে’র উদ্বোধন করবেন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া পটুয়াখালী জেলার ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকালে বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী বরিশাল ও পটুয়াখালীতে ৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে বরিশালে ৭৫টি এবং পটুয়াখালীতে ১৪টি।

প্রধানমন্ত্রী সফর উপলক্ষে বরিশাল ও পটুয়াখালীর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাব, পুলিশের টহল ও তল্লাশি চলছে জোরশোরে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বরিশালটাইমসকে জানান, বরিশালের সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নগরীর সব ক’টি প্রবেশদ্বার, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তা, লঞ্চঘাটগুলোসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির জনসভাকে কেন্দ্র করেও আইনশৃঙ্খলা বাহিনী পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে প্রায় ছয় বছর পর প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালে সাজ সাজ পরিস্থিতি বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ, বিলবোর্ড ছাড়াও প্রধানমন্ত্রীর জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান উৎসব সাজে সেজে উঠেছে। নৌকা আকৃতির জনসভা মঞ্চ, বিভিন্ন বিলবোর্ড ছাড়াও সড়কে সড়কে আলপনা পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে নৌকাপ্রার্থীর উঠান বৈঠকে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ-রক্তপাত  বদলে গেছে ৫ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা  বরিশাল সিটি নির্বাচন: ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা  পাথরঘাটায় ভাইয়ের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ  জাবির বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আসিফ-দিলশাদ  বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আ.লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী  বরগুনায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’  ‘প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে না’  সবজির দাম সামান্য কমলেও মাছ-মাংসে উত্তাপ  বাজেটে কে খুশি হলো খুঁজেই পাচ্ছি না : ফাহমিদা খাতুন