২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পেরুতে করোনায় একদিনেই আক্রান্ত ৭ হাজারের বেশি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪২ অপরাহ্ণ, ৩১ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: ব্রাজিলের পথেই হাঁটছে লাতিন আমেরিকার আরেক দেশ পেরু।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাত হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাত হাজার ৩৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এ সংখ্যা ছিল ৬ হাজার ৫০৬ জন। শুক্রবার নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৮৭৪ জন।

দেশটিতে রোববার মারা গেছে ১৪১ জন করোনা রোগী, শনিবার যা ছিল ১৩১ জন। শুক্রবার একদিনে মারা গেছে ১১৬ জন।

অর্থাৎ গত কয়েক দিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড গড়ছে পেরুতে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, পেরুতে করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৩৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪৭ জন। হাসপাতাল ও আইসোলেশনে চিকিৎসাধীন ৮৪ হাজার ৮৫৩ জন। এদের মধ্যে ৯৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ পর্যন্ত দেশটিতে ১০ লাখ ১২ হাজার ৭০৮ নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যান বলছে, আক্রান্তের দিক দিয়ে পেরুর অবস্থান এখন ১১ নম্বরে।

তবে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা ব্রাজিলের পরেই পেরুর স্থান।

তথ্যসূত্র: ওয়ার্ল্ডওমিটারস, রিপাবলিক ওয়ার্ল্ড ডট কম

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন