৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

রাজধানী থেকে অপহৃত শিশু বরিশালের হিজলায় উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২০ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানী ঢাকার হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে অপহৃত শিশু নিয়ামত উল্লাহ আপনকে (০৭) বরিশাল থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোর রাতে বরিশালের হিজলা উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি ডিবি পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তরিকুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, গত ২৩ সেপ্টেম্বর বিকালে হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে শিশু নিয়ামত উল্লাহ আপনকে অপহরণ করা হয়। তাকে লঞ্চে করে বরিশালের হিজলা এলাকায় নিয়ে যায় অপহরণকারীরা। পরে অপহরণকারীরা শিশু আপনের মাকে বিভিন্ন মোবাইল নম্বার থেকে ফোন করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা ২৪ ঘণ্টার মধ্যে না দিলে ছেলের লাশ পাবেন বলেও হুমকি দেয় অপহরণকারীরা।

এ বিষয়ে শিশু আপনের মা হাজারীবাগ থানায় অভিযোগ করলে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে রোববার রাত আড়াইটা দিকে বরিশালের হিজলা উপজেলায় পৌঁছায় ডিবি পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃত আপনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা হয়েছে এবং অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন