৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে ‘স্বপ্নবন্ধু’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৮ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, লালমোহন:: ভোলার লালমোহনে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহযোগিতা করবে ‘স্বপ্নবন্ধু- Friend to Dream’ নামের একটি সামাজিক সংগঠন। শিক্ষার্থীদের নিদিষ্ট স্বপ্ন পূরণে সকল ধরনের সহযোগিতা করবে সংগঠনটি। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ২০ জন শিক্ষার্থীর স্বপ্নের কথা জানার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘স্বপ্নবন্ধু- Friend to Dream’ । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের স্বপ্ন পূরণের কথা জানান লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

এছাড়াও নিজেদের স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সরওয়ার্দী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদি হাসান, শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলন, ডা. মো. হানিফ মাষ্টার, মিজানূর রহমান কামরুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী, শিক্ষক মো. জাকির হোসেন এবং হাসানুজ্জামান প্রমুখ।

ফেসবুকে ‘স্বপ্নবন্ধু- Friend to Dream’ পেইজের মাধ্যমে যোগাযোগ করে দেশের যেকোনো স্থান থেকে এ সংগঠন থেকে যেকোনো ধরনের পরামর্শ ও সহযোগিতা নিতে পারবে শিক্ষার্থীরা।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন