৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ২৯ জুলাই ২০২১

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বাকিরা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন এ‌দি‌কে ব‌রিশাল বিভা‌গে এই সম‌য়ে নতুন করে আক্রান্ত হ‌য়ে‌ছেন ৬৫৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্প‌তিবার (২৯ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩। গত ২৪ ঘণ্টায় মৃত‌দের ম‌ধ্যে ১২ জন ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছি‌লেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

এর মধ্যে বরিশালে ২৬৫ জন, পটুয়াখালী‌তে ১৭৮, ভোলায় ১১৩, পি‌রোজপু‌রে ২৪, বরগুনায় ২৮ এবং ঝালকা‌ঠি‌তে ৪৮ জন। এ নিয়ে ব‌রিশাল বিভা‌গে মোট ক‌রোনা আক্রান্তের সংখ‌্যা দাঁড়াল ৩২ হাজার ৮৪।

এ‌দি‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ৩০০ শয্যার ক‌রোনা ইউ‌নি‌টে বৃহস্প‌তিবার ৩০১ জন ভ‌র্তি র‌য়ে‌ছেন, যার ম‌ধ্যে ১৩৩ জন ক‌রোনা প‌জি‌টি‌ভ। গত ২৪ ঘণ্টায় এই ইউ‌নি‌টে ৫৪ জন নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। এ পর্যন্ত এই ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় ১ হাজার ৫৫ জনের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ (শেবাচিম) হাসপাতালের আরটিপিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন