৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে সামাজিক নিরাপত্তা সেবার মানোন্নয়নে নাগরিক সংলাপ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৭ পূর্বাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০২১

বাবুগঞ্জে সামাজিক নিরাপত্তা সেবার মানোন্নয়নে নাগরিক সংলাপ

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সেইন্ট-বাংলাদেশের ইপিআর প্রকল্পের আওতায় এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বুধবার উপজেলা পরিষদ হলরুমে জনগণের সাথে সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান।

উপজেলা নাগরিক সহায়তা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাবের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাগরিক সহায়তা কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার তনিকা সরকার, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী এস এম তাহাজ্জুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা হারুনার রশিদ, দেলোয়ার হোসেন, মাজেদা আক্তার মুক্তা প্রমুখ।

নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতাকালে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছেন। ভূমিহীনদের জমিসহ বসতঘর দিচ্ছেন। দুঃস্থ-অসহায় মানুষদের বিভিন্ন প্রকার ভাতা সুবিধার আওতায় এনেছেন। এখন শুধু দরকার সেই ভাতাভোগী এবং সেবাগ্রহীতাদের বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা। এজন্য সংশ্লিষ্ট সকলকে সৎ এবং দুর্নীতিমুক্ত হতে হবে।’

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবার চাহিদা নিরুপন ও প্রতিবন্ধকতা উত্তরণের লক্ষ্যে ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সেবাগ্রহীতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও সুপারিশমালা উপস্থাপন করা হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগীরা তাদের নানান অভিজ্ঞতা, অভাব-অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। #

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন