৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরিশালে মহিলা দলের সভায় শ্রমিকলীগের হামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২০ অপরাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২২

বরিশালে মহিলা দলের সভায় শ্রমিকলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের কর্মীসভায় হামলা চালিয়েছেন শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে অন্তত ১০ নারী আহত হয়েছেন। এসময় ৫ জনের স্মার্টফোন ও একজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন মহিলা দলের নেত্রীরা। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে মেহেন্দিগঞ্জ পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকায় শুক্কুর বেপারী নামের স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে এ কর্মীসভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে হামলার ঘটনা ঘটে।

woman1হামলার সময় সাহেলা শারমিন মিমোর স্মার্টফোন, মহানগর মহিলা দলের তাছলিমা আক্তার পলির স্বর্ণের চেইন ও স্মার্টফোন, যুগ্ম-আহ্বায়ক রাশেদা বেগম বিউটির স্মার্টফোনসহ আরও দুই নেত্রীর স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। এসময় কর্মীসভার চেয়ার-টেবিল ও শুক্কুর বেপারীর বাড়ির আসবাবপত্র ভাংচুর করা হয়।

হামলায় আহত কাউন্সিলর রাশেদা বেগম বিউটি বলেন, তার শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি গোপনে চিকিৎসা নিচ্ছেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। কেউ লিখিত বা মৌখিক অভিযোগও করেননি।

অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন