৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরিশালে শিক্ষার্থীকে বলৎকার: মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ১৮ মে ২০২২

বরিশালে শিক্ষার্থীকে বলৎকার: মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের একটি মো. কাওসার হোসেন ফকির (২৮) নামের ওই মাদ্রাসাশিক্ষককে বুধবার সকালে গ্রেপ্তার করে। বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন আবু হুরায়রা (র:) মাদ্রাসার শিক্ষক কাওসার ওই প্রতিষ্ঠানের এক শিশুছাত্রকে ১০ মাস ধরে বলৎকার করে আসছিলেন।

থানা পুলিশ জানায়, গত ২৭ রমজান ওই শিশুছাত্রকে বলৎকার করে মাদ্রাসাশিক্ষক। ঈদের ছুটিতে শিশুশিক্ষার্থী বাড়িতে গেলে তার পেটে ব্যাথা ও মলদার দিয়ে রক্ত বের হলে সে অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের কাছে বলৎকারের শিকার হওয়ার বিষয়টি খুলে বলে। এই ঘটনায় মঙ্গলবার রাতে শিক্ষার্থীর মা অভিযোগ করলে বন্দর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।’

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন