৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা: ২ ছাত্রদল কর্মীসহ আটক ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৯ অপরাহ্ণ, ২৪ মে ২০২২

ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা: ২ ছাত্রদল কর্মীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রদলের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩ জনকে আটক করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ক্যাম্পাস থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে দুইজন ছাত্রদলের বলে পরিচয় জানা গেছে। অন্যজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নয়৷’

তাদের বিরুদ্ধে মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন- ‘সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

আটক হওয়া ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।

ছাত্রদলের ২ জনকে আটকের বিষয়টি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলও সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি আটক হওয়াদের নাম দিতে না পারলেও তাদের নাম জানান চেষ্টা করছেন বলে জানান।

ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতারা অভিযোগ করে জানান, পূর্বঘোষিত কর্মসূচি পালনে আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলে সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে।

ছাত্রদল দাবি করেছে- তাদের ৩০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহীদ মিনার এলাকায় হামলার ঘটনার পর শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড়, জগন্নাথ হলের সামনেও কয়েক দফা হামলা এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন