৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

১৮-২৫ বছর বয়সীদের কনডম ফ্রি দেবে ফ্রান্স

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৩০ অপরাহ্ণ, ০৯ ডিসেম্বর ২০২২

১৮-২৫ বছর বয়সীদের কনডম ফ্রি দেবে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ১৮-২৫ বছর বয়সী তরুণদের বিনামুল্যে কনডম দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গতকাল বৃহস্পতিবার ম্যাক্রো এই ঘোষণা দিয়েছেন। এর ফলে এই বয়সীরা দেশটির ওষুধের দোকানে কনডম চাইলেই তা বিনামূল্যে পাবেন। খবর ফ্রান্স ২৪।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে তরুণ বয়সী ছেলে-মেয়েদের মধ্যে অনিচ্ছাকৃত গর্ভধারণ কমাতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

গতকাল দেশটির দক্ষিণাঞ্চলের শহর ফতেঁ ল্যু কমতে-তে তরুণদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক একটি কর্মশালায় যোগ দেন ম্যাক্রো। সেখানে তিনি বলেছেন, ‘এটি গর্ভনিরোধে একটি ছোট বিপ্লব।’

এর আগে চলতি বছরের শুরুতে ফ্রান্স ২৫ বছরের কম বয়সী সকল তরুণীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দেওয়ার ঘোষণা দেয়। এর পরেই বছরের শেষ নাগাদ নতুন এই ঘোষণা এলো।

কর্মশালায় মাস্ক পরে আসা ম্যাক্রো বলেছেন, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করছেন। তিনি গতকালের অনুষ্ঠানে যৌনশিক্ষা নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘আমরা যৌনশিক্ষার ক্ষেত্রে ভালো নয়। তত্ত্ব থেকে বাস্তবতা অনেক ভিন্ন। এটি এমন একটি বিষয় যেখানে আমাদের শিক্ষকদের আরও বেশি শিক্ষা দিতে হবে।’

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন