৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

রুগ্ন মায়ের সেবা না করায় স্ত্রীদের ডিভোর্স দিলেন তিন ভাই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৯ পূর্বাহ্ণ, ১৭ জানুয়ারি ২০২৩

রুগ্ন মায়ের সেবা না করায় স্ত্রীদের ডিভোর্স দিলেন তিন ভাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আফ্রিকার দেশ আলজেরিয়ায় কয়েক মিনিটের ব্যবধানে স্ত্রীদের ডিভোর্স দিয়েছেন তিন ভাই। ওই তিন স্ত্রী তাদের অসুস্থ শাশুড়ির যত্ন নিতেন না বলে ক্ষুব্ধ হয়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তিন ভাই একসঙ্গে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরেন। সাধারণত যে সময়ে তারা বাড়ি ফিরতেন, সেদিন তারা তার আগেই চলে এসেছিলেন। কিন্তু ঘরে ঢুকে তারা দেখেন, তাদের অসুস্থ মায়ের সেবা করছেন এক প্রতিবেশী। বাড়ির তিন বউয়ের কেউ নেই। এরপর প্রতিবেশীর কাছ থেকে তারা জানতে পারেন, প্রায় কোনো দিনই বউরা বাড়িতে থাকেন না। তখন হয় তিনি নয়তো বৃদ্ধার ছোট মেয়ে এসে মায়ের যত্ন করেন।

তিন ভাই জানান, তারা কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। তাদের বিবাহিতা বোন সপ্তাহে ২-৩ দিন তাদের বাড়িতে আসেন। মায়ের দেখাশোনা করেন। অথচ বোনের স্বামী ক্যানসারে আক্রান্ত। তা সত্ত্বেও মায়ের জন্য সময় করে ছুটে আসেন, অসুস্থ মায়ের সেবা করেন।

কিন্তু কয়েক দিন থেকে বোনের স্বামী বেশি অসুস্থ হওয়ায় তিনি আর মায়ের কাছে আসতে পারছেন না। তাই স্ত্রীদের মায়ের খেয়াল রাখার কথা বলেছিলেন তিন ভাই। কিন্তু কেউ সেই কথা রাখেনি। তাই তারা তাদের স্ত্রীদের ডিভোর্স দেন।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন