৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১০ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০১৮

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের দণ্ডপ্রাপ্ত কয়েদি হারুন অর রশিদ (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। হারুন বরিশাল নগরের গোরস্থান রোড এলাকার বাসিন্দা।

গত ১৫ জানুয়ারি (সোমবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হারুনের বাড়িতে অভিযান চালায়। এসময় হারুনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং তার ছেলে রাকিবুল হাসান রনিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় রনি ও তার ভাই পালাতক রিয়াজুল ইসলাম রেজিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এদিকে, আটক হারুন অর রশিদকে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা কুলসুম মনি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই হারুন অর রশিদ অসুস্থ হয়ে পড়লে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন