৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

টাকা না দেয়ায় বৃদ্ধার চিকিৎসা হলো না উজিরপুর হাসপাতালে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৯ অপরাহ্ণ, ২০ মার্চ ২০১৮

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর হোসেনের বিরুদ্ধে টাকা ছাড়া এক রোগীকে চিকিৎসা সেবা না দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার গড়িয়া নতুনহাট গ্রামের বৃদ্ধা হোসনেয়ারা বেগম (৫৫) দীর্ঘদিন ধরে তার ডান হাতের একটি টিউমার জনিত রোগে ভুগতে ছিলেন। এ সমস্যা নিয়েই তিনি উজিরপুর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে।

ভুক্তভোগী হোসনেয়ারা বেগম এই প্রতিবেদককে জানান, হাতের টিউমার জনিত ওই সমস্যার চিকিৎসার জন্য সোমবার সকালে তিনি উজিরপুর হাসপাতালে আসেন। পরে সরকারী টিকেটে হাসপাতালের ৩১ নং কক্ষের চিকিৎসক তানভীর রহমানকে দেখালে তার (রোগী) হাতের টিউমার অপারেশন করতে হবে জানিয়ে এক হাজার টাকা দাবী করেন ওই চিকিৎসক। তখন তিনি ওই চিকিৎসককে পাঁচশত টাকা দিতে চাইলে চিকিৎসক কোন জবাব না দিয়েই তাকে অপারেশনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে বলে।

এর কিছুক্ষন পরেই অপারশনের জন্য জিনিসপত্র ক্রয় করে তিনি চিকিৎসক তানভীরের কক্ষে উপস্থিত হলে এক হাজার টাকা ছাড়া অপারেশন করা যাবে না বলে তাকে পুনরায় জানিয়ে দেয় চিকিৎসক তানভীর।

এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে ওই চিকিৎসককে বলেন “সরকারী হাসপাতালে আবার টাকা লাগবে কি কারনে”। এ কথা বলাতে চিকিৎসক তানভীর তার ওপর চড়াউ হয়ে বলে এক হাজার টাকার কমে অপারেশন হবে না।

পরে উপায়ান্ত না পেয়ে সরকারি চিকিৎসা সেবা নিতে আসা অসহায় হোসনেয়ারা বেগম তার হাতের অপারেশনের জন্য ক্রয়কৃত জিনিসপত্র ফেরত দিয়ে দেন।

এ বিষয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ওই অভিযুক্ত চিকিৎসক তানভীর রহমানের ব্যবহৃত ০১৭১৬-০২৮৩৩৩ নাম্বারের মোবাইল ফোনে কথা বললে জানান, তিনি ওই রোগীর অপারেশনের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য টাকার কথা বলেছেন তবে নিজের জন্য নয়। অপারেশনের জিনিসপত্র নিয়ে আসার পরও ওই রোগীর অপারেশন না হওয়ার কারন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম সামসুদ্দিনের ব্যবহৃত ০১৭২০-৫২৯১৬৩ নাম্বারের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি জরুরী মিটিংয়ে আছি। তবে বিষয়টি পরে বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন