৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

রাজাপুরে নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০১ পূর্বাহ্ণ, ২২ এপ্রিল ২০১৮

ঝালকাঠির রাজাপুরের বাজারের দক্ষিণ মাথায় নির্মাণ শ্রমিক খলিলুর রহমানকে হত্যা করেছ দুর্বৃত্তরা। শনিবার রাতে বাসা থেকে বের হওয়ার আঘা ঘন্টা পর রাত ১০টার দিকে বাজারের দক্ষিন মাথায় আঘাত করে হত্যা করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থলের বাসিন্দা ও খলিলুর রহমানের মরদেহ প্রথম প্রতক্ষ্যদর্শী মিয়া মাহমুদ পাখি নামে একমাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রজাপুর থানা পুলিশ। আটক পাখি বেশ কিছুদিন পূর্বে ইয়াবাসহ পুলিশের কাছে আটক হয়েছিল। সে এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত বলে এলাকাবাসী জানিয়েছে। যে স্থানে খুন হয়েছে সে স্থানটি মাদকের আখড়া হিসাবে পরিচিত।

খবর শুনে রাজাপুর কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোজ্জাম্মেল হক রেজা ও ওসি সামসুল আরেফিন ঘটনস্থল পরিদর্শন করেছেন। নিহত নির্মান শ্রমিক খলিলুর রহামান উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র। সে নিহত হওয়ার আধা ঘন্টা পূর্বে রাজাপুরের বাজার এলাকার তার (ভাড়াটিয়া) বাসায় বাজার দিয়ে বাসা থেকে বের হয়েছিল।বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।

রাজাপুর থানার ওসি সামসুল আরেফিন বলেন, কারা খলিলকে হত্যা করেছে তা এখন পর্যন্ত বলা যাচ্ছেনা। তবে খোজ খবর নিয়ে দেখা হচ্ছে এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে। অধিকতর তদন্ত চলছে। তবে এ ঘটনায় মিয়া মাহমুদ পাখি নামে একমাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারনা করা হচ্ছে বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে।

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন