৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বেতন ভাতার দাবিতে বরিশাল শেবাচিম কর্মচারীদের মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৫ অপরাহ্ণ, ১৬ মে ২০১৮

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সদ্য নিয়োগপ্রাপ্ত ২১৫ জন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর বেতন ভাতার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বুধবার (১৬ মে) সকাল ১১টায় হাসপাতাল চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের ইউনিট সভাপতি মো. মোদাচ্ছের আলী কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সাহেব আলী, রুহুল আমীন, ইউসুফ আলী ও আব্দুল খালেক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- শের-ই বাংলা মেডিকেলে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা চাকরিতে যোগদানের পর থেকে এখন পর্যন্ত কোন বেতন ভাতা পায়নি। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের বেতন ভাতা প্রদান করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

২০১৫ সালের শেষ দিকে সালে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের ২২৬ জন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয় কর্তৃপক্ষ। অনিয়মের অভিযোগে পরের বছরের ১৮ জানুয়ারি ওই নিয়োগ আদেশ স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে ২০১৬ সালের ২২ আগস্ট হাইকোর্টে রিট মামলা করলে আদালত রিটকারীদের পক্ষে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল করলে ২০১৭ সালের ৪ অক্টোবর সুপ্রিম কোর্ট রিটকারীদের পক্ষে রায় দেন।

ওই রায়ের পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি শেবাচিম হাসপাতালের পরিচালকের আদেশে ২১৫ জন কর্মচারী কাজে যোগদান করেন। কিন্তু কাজে যোগদানের পর থেকে এখন পর্যন্ত কোন কর্মচারী বেতন, ভাতাসহ সরকারী কোন সুবিধা পায়নি।’

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন