৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

গৌরনদীতে বিকাশ পয়েন্টের তালা ভেঙে ৫ লক্ষাধিক টাকা চুরি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৫ অপরাহ্ণ, ২৫ মে ২০১৮

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দিনে দুপুরে বিকাশ পয়েন্ট ও সাইফুল্লাহ্ মোবাইল গ্যালারির ক্যাশ বাক্স ভেঙে ৫ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (২৫ মে) দুপুরে এই চুরির ঘটনা ঘটে।

টরকী বন্দর বিকাশ পয়েন্ট ও সাইফুল্লাহ্ মোবাইল গ্যালারির মালিক সাইফুল ইসলাম বেপারী জানান, উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন হারুন অর রশিদ সুপার মার্কেটের তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের থাই গ্লাসের দরজার তালা মেরে পার্শ্ববর্তী মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দোকানে ফিরে দরজা ও ক্যাশ বাক্সের তালা ভাঙা দেখতে পান।

সংঘবদ্ধ চোরেরা দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে থাই গ্লাসের দরজার ও ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ৫ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে। ক্যাশ বাক্সে বিকাশ, রকেট, শিওর ক্যাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের টাকা ছিল বলে জানান সাইফুল্লাহ্।

ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাজাহারুল বরিশালটাইমসকে জানান, চুরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠানের পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।

তবে দোকানের থাই গ্লাসের ও ক্যাশ বাক্সের তালা ভাঙা পাওয়া যায়নি। ক্যাশ বাক্স নিচে ফেলানো অবস্থায় পাওয়া গেছে বলে তিনি জানান।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন