৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরিশাল ঢাকা নৌরুটে এমভি ‍এ্যাডভেঞ্চারে যাত্রী হয়রানি!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৫ অপরাহ্ণ, ১২ জুন ২০১৮

বরিশাল ঢাকা নৌরুটের যাত্রীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে এমভি এ্যাডভেঞ্চার কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি যাত্রীদের সাথে খারাপ ব্যবহারও করেছেন এ্যাডভেঞ্চার ৫ জাহাজটির স্টাফরা।

মঙ্গলবার (১২ জুন) ঢাকার সদরঘাট থেকে জাহাজটি ২ ঘণ্টা বিলম্ব হওয়ার পরেও ছাড়ছিল না। ওই সময় যাত্রীরা প্রতিবাদ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা।

ওই জাহাজে করে বরিশালের উদ্দেশে রওনা হওয়া যাত্রী মাসুদুর রহমান অভিযোগ আকারে বরিশালটাইমসকে বলেন- জাহাজটি বিকেল তিনটায় রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল ৫ টায়ও ছাড়া হচ্ছিল না। তখন যাত্রীরা কারণ জানতে চাইলে জাহাজের স্টাফরা খারাপ ব্যবহার করেন। একপর্যায়ে যাত্রীরা সংক্ষুব্ধ হয়ে উঠলে জাহাজটির ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়।

সাইফুল ইসলাম নামে আরেক যাত্রী জানিয়েছেন- প্রতিদিনই জাহাজটি এক থেকে দেড় ঘন্টা বিলম্বে ছাড়া হয়। যা নিয়ে প্রতিদিনই জাহাজের স্টাফদের সাথে যাত্রীদের বসচা হচ্ছে। কিন্তু এতকিছুর পরেও যাত্রীদের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেনি।

এই বিষয়ে জানতে এ্যাডভেঞ্চার বরিশাল অফিসে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কেউ কল রিসিভ করেনি।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন