৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

লালমোহনে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৬ অপরাহ্ণ, ২৪ জুন ২০১৮

বিদ্যুতের নগর হিসেবে পরিচিত ভোলা। আর এই ভোলাতেই চলছে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন করেছেন বিদ্যুৎ গ্রাহকরা। রোববার (২৪ জুন) বিকাল ৫ টায় উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহে আলম কুট্টি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম জামাল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাকিল বেপারী ও সম্পাদক শাকিল ফরাজীসহ এলাকার সর্বস্তরের জনগণ।

এসময় বক্তারা বলেন- ভোলায় প্রচুর পরিমাণ বিদ্যুৎ থাকা সত্ত্বেও স্থানীয় কর্মকর্তাদের খাম- খেয়ালীর কারণে পল্লী বিদ্যুৎ এ অঞ্চলে ভয়াবহ লোডশেডিংয়ের রুপ ধারণ করে। এতে স্থবির হয়ে পরে জন জীবন। বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের পড়ালেখায়। অতি শীঘ্রই যদি এ সমস্যার সমাধান না করা হয়, তাহলে ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।

তবে লালমোহন পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এস.এম শাহিন আহসান বলেন, আগামী দুই দিনের মধ্যে লালমোহন উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে।’

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন