৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

ঝালকাঠিতে আমুর আসনেও প্রার্থী দিল জাতীয় পার্টি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৬ অপরাহ্ণ, ০৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। প্রকাশিত তালিকা অনুযায়ী মহাজোটের হয়ে ২৯ ও উন্মুক্তভাবে ১৩২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।

দলের সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান। যদিও এ দুটি আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন।

এর মধ্যে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পাশাপাশি ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন বজলুল হক হারুন। মহাজোটে থেকেও এই দুই প্রার্থীর বিরুদ্ধে লড়বেন জাপা প্রার্থী এমএ কুদ্দুস খান।

এ ব্যাপারে এমএ কুদ্দুস খান বলেন- জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে ১৩২টি আসনে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। আমি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা মেনে নিয়েছি। সবার ওপরে দল, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। তাই দুটি আসনে আমি জাপার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।

নড়াইল-২ (সদর ও লোহাগড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন