৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

ভোলা ৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম ‘অবরুদ্ধ’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০১৮

ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম নিজ বাসায় অবরুদ্ধ রয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মাফরুজা সুলতানা।

মাফরুজা সুলতানা বলেন- ‘আজ রোববার (১৬ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা রোডের নিজ বাসভবন কুড়ালিয়া হাউসে আসেন তারা। এরপর পোশাকধারী ও সাদাপোশাকধারী পুলিশ সদস্যরা তাদের বাসা ঘিরে রাখে। বাসার বাইরে চেকপোস্ট বসিয়ে পথচারীদের তল্লাশি করা হচ্ছে। পুলিশের পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা লোকজনকে তল্লাশি ও মারধর করছে, যাতে বিএনপির কোনো নেতাকর্মী আমার বাসায় আসা-যাওয়া করতে না পারে। এমনকি আমাদের কাউকে বাসার বাইরে পুলিশ যেতে দিচ্ছে না।’

মাফরুজা সুলতানা বলেন, সকালে বাসার ছেলেরা বাজারে যাওয়ার চেষ্টা করলে ওদের মারধর করা হয়। এই অবস্থায় নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চান তিনি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কুদ্দূস কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে আজ সকালে হাফিজ ইব্রাহিম ঢাকা থেকে লঞ্চে করে উপজেলার হাকিমুদ্দিন ঘাটে যান। তখন ঘাটে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, হাফিজ ইব্রাহিম একা বাসায় যেতে চাইলে তাকে নিরাপত্তা দিয়ে নেওয়া হবে। নেতাকর্মীরা তার সঙ্গে যেতে পারবে না। এরপর পুলিশি প্রহরায় বাসায় যান সাবেক এই এমপি।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন