৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

উজিরপুরে ইউপি উপ-নির্বাচনে নিহত নান্টু’র স্ত্রী একমাত্র প্রার্থী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৫ অপরাহ্ণ, ৩১ জানুয়ারি ২০১৯

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বেবী হালদার উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলিমুদ্দীন এর নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। বেবী হালদার ওই ইউনিয়নের নিহত চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর স্ত্রী।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বেবী হালদারের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাচ্চু, নিহত নান্টুর পিতা সুখদেব হালদার সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উজিরপুরের কারফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জল্লা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু। যার কারনে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য হলে গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন অফিসার ইউনিয়নটির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আগামী ২৮ ফেব্রæয়ারি চেয়ারম্যান পদে এই ইউনিয়নের ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে। তবে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে আর কোনো প্রতিদ্বন্দি না থাকায় বিনা ভোটে বিজয়ী হতে পারেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলিমুদ্দিন।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন