২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরগুনায় প্রায় পাঁচ হাত লম্বা একটি গুঁইসাপ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪০ অপরাহ্ণ, ১৩ মার্চ ২০১৯

বরগুনার পাথরঘাটায় প্রায় পাঁচ হাত লম্বা একটি গুইসাপ গ্রামবাসীর নিকট থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে এক বন্য-প্রাণি প্রেমিক মো. জাকির।

উপজেলার টেংরা গ্রামে মো আলামিনের বাড়িতে ঢুকে একটি মুরগি ধরে খেয়ে ফেললে ৬ দিন আগে বন্য প্রাণিটি ধরে দড়ি দিয়ে বেঁধে ঘরে আটক রাখে। গুইসাটির দৈর্ঘ্য প্রায় পাঁচ হাত।

উপজেলার রহিতা গ্রামের বন্যপ্রাণি প্রেমিক ও টাইগার টিমের সাবেক টিম লিডার মো. জাকির মুন্সি ওই গুঁইসাপটি নিকটবর্তী ‘বিহঙ্গ দ্বীপে’ বুধবার দুপরে অবমুক্ত করে।

স্থানীয় বন বিভাগের সাথে পরামর্শ অবমুক্ত করা হয়েছে বলে পাথরঘাটা রেজ্ঞ কর্মকর্তা জানান।’

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন