৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
ইসরাইলবিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার করছে সৌদি বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন

সমাজকর্ম দিবসে বরিশাল বিএম কলেজে নানা আয়োজন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩১ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০১৯

‘মানবীয় সম্পর্কের গুরুত্ব তরান্বিত করন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাল (১৯ মার্চ) মঙ্গলবার বরিশালে পালিত হতে যাচ্ছে বিশ্ব সমাজকর্ম দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকর্ম বিভাগ। র‌্যালি, সেমিনার, ক্রোড়পত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দ উৎসবে দিনটি উদযাপন করবে বিএম কলেজ সমাজকর্ম বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

দিবসটির শুরুতে সকাল ১০ টায় বিএম কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদারসহ অতিথিরা র‌্যালির উদ্বোধন করবেন। সমাজকর্ম বিভাগ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার সমাজকর্ম বিভাগীয় চত্বরে এসে শেষ হবে। র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুস সবুর হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন- কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদার। এছাড়াও সভায় প্রফেসর মো. আবদুস সামাদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সভায় স্বাগত বক্তব্য রাখবেন- সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যপক এ.টি এম রাশেদুল ইসলাম। দিবসটি উপলক্ষে ক্রোড়পত্র পাঠ করবেন সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল-আমিন সরোয়ার, সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. আব্দুর রব, এ.কে এম মজিবুর রহমান ও সাবেক সহযোগী অধ্যাপক গাজী জাহিদ হোসেন প্রমুখ।’

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন