৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে পেটালেন ছাত্রদল নেতা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ০৮ জুন ২০১৯

ঝালকাঠির নলছিটিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ও তার বাবাকে পিটিয় গুরুতর জখম করেছে নান্নু কারিকর নামে এক বখাটে। আহত গৃহবধূ বর্তমানে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হামলার শিকার ওই নারী শুক্রবার সন্ধ্যায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত নান্নু কারিকর উপজেলার শহরের খাসমহল এলাকার আব্দুর রহমান হাজীর ছেলে এবং ছাত্রদলের একজন সক্রিয় নেতা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ জুন) বিকেল ৩টার দিকে নান্নু কারিকর ওই গৃহবধূকে বাসায় একা পেয়ে কু-প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় নান্নু তাকে ঝাপটে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায় তিনি ডাকচিৎকার করলে নান্নু তাকে লোহার পাত দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার বাবা আ. রাজ্জাক মোল্লা বাঁধা দিতে এলে নান্নু তার মাথায় লোহার পাত দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আ. রাজ্জাক মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, গৃহবধূ ও তার বাবার ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন