৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

ঝালকাঠি পৌরসভার ২৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১১ অপরাহ্ণ, ২৬ জুন ২০১৯

ঝালকাঠি পৌরসভায় নতুন কোনো করারোপ ছাড়াই ২০১৯-২০ অর্থবছরে ২৯৩ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৭৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে ।

বুধবার বেলা ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। বাজেট অনুষ্ঠানে পৌর সভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ ও সচিব শাহীন সুলতানা।

প্রাচীনতম প্রথম শ্রেণির এ পৌরসভার বাজেটে আয় ধরা হয়েছে ২৯২ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৯৩ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৭৬৬ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৭৬৬ টাকা। পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেট  ঘোষণা করেন।

বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা ভাইস  চেয়ারম্যান মইন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিকসহ বিভিন্ন শেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন