৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

রাজাপুরে দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তায় চেক বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৯ অপরাহ্ণ, ১৮ আগস্ট ২০১৯

ঝালকাঠির রাজাপুরে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-
সম্পাদক মনিরউজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২ জন দরিদ্র মানুষের হাতে চিকিৎসা
সহায়তায় জন্য ৮ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তালুকদার নজরুল ইসলাম স্বপন।

এর আগে কাঁঠালিয়া উপজেলায় ১৪ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৬ লাখ
৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ মনিরউজ্জামান মনির ।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মনিরউজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে
আসছেন।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন