৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

নলছিটিতে অবৈধ ইটভাটা বন্ধ করে ২০ লাখ টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৭ অপরাহ্ণ, ০১ ডিসেম্বর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক:: ঝালকাঠিতে অবৈধ এক ইটভাটা বন্ধ ও এর মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবশ অধিদপ্তরর ভ্রাম্যমাণ আদালত। বোরবার দুপুরে নলছিটি উপজলার মগড় ইউনিয়নর সুজাবাদ গ্রামের ‘মেসার্স ইসলাম ব্রিকস’ নামের অবৈধ ইটভাটায় অভিযান চালায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম।

ইটভাটা মালিক মো. জাহিদ হোসেনকে ২০ লাখ টাকা জরিমানা অনাদায় দুই বছর কারাদণ্ড এবং এ ভাটার ম্যানজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বলে জানান তিনি।

তারা নলছিটি উপজেলার ফয়রা গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম বরিশালটাইমসকে বলেন- সুজাবাদ গ্রামে সুগন্ধা নদীর তীর মেসার্স ইসলাম ব্রিকস নামে অবৈধভাবে এ ইটভাটা তৈরি করা হয়।

সাজপ্রাপ্ত জাকির ইটভাটাটি পরিচালনা করছিলেন উল্লেখ করে তিনি বলেন, “কোনো প্রকার আইনগত বৈধতা না থাকায় তাকে ‘ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে’ এ সাজা দেওয়া হয়েছে।”

এদিকে ভ্রাম্যমাণ আদালতের সাথে অংশ নেওয়া র‌্যাব ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এ সময় ‘৮০ লাখ টাকা মূল্যর’ কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেয়।

কৃষি জমি রক্ষায় এ বছর ইটভাটা সংক্রান্ত আইন সংশোধন করা হয়। ইটভাটার লাইসেন্স পেতে ইট প্রস্তুতের মাটির উৎস উল্লেখ করে হলফনামা দাখিলের বাধ্যবধকতা আইনে আনা হয়।

গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে এর বিল পাশের সময় পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছিলেন, “এই আইন প্রণয়ন হলে কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ‘টপ সয়েল’ রক্ষাসহ ইটভাটাজনিত পরিবেশ দূষণ কমবে।”

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন