৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরিশালের গৌরনদীতে স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪১ অপরাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, গৌরনদী :: স্বামী পছন্দ না হওয়ায় বরিশালের গৌরনদীতে কীটনাশক পানে কলি আক্তার (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগিশেরপাড় গ্রামে পিতার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কলি আক্তার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের শাহিন বেপারীর স্ত্রী।

কলি আক্তারের স্বজনরা জানান, ৪ মাস আগে উপজেলার বাগিশেরপাড় গ্রামের কামাল বেপারীর কন্যা কলি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ইল্লা গ্রামের ইউপি সদস্য মান্নান বেপারীর ছেলে শাহিন বেপারীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর স্বামী পছন্দ না হওয়ায় তাদের দাম্পত্য কলহ শুরু হয়।

এতে অভিমান করে কলি আক্তার বাবার বাড়ি বসে রোববার রাত ৯টার দিকে কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বুঝতে পেরে মুমূর্ষু অবস্থায় কলিকে উদ্ধার করে স্বজনরা রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার বরিশালটাইমসকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন