৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

এইডস আক্রান্ত তরুণীকে গণধর্ষণ, পুলিশ হেফাজতে আতঙ্কিত আসামিরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৪ অপরাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: ট্রেনে একজন এইডসে আক্রান্ত নারীকে গণধর্ষণ করেন দুইজন ব্যক্তি। এ ঘটনা ঘটেছে ভারতের পাটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে। একজন ধর্ষণ করে অন্যজন ভিডিও করেন। পুলিশ জানায়, এ ঘটনার সময় রুটিন টহল দেয়ার জন্য ট্রেনের কামরায় ওঠে কয়েকজন সৈনিক। পরে তারা তরুণীকে উদ্ধার করে একজনকে ধরার সময় পালিয়ে যায় অন্যজন। পিছু ধাওয়া করে তাকেও আটক করা হয়।

এ ঘটনার পর হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়ার পরেই চমকে যান জিআরপির সৈনিকরা। চিকিৎসকরা জানান, ২২ বছর বয়সী ধর্ষিতা তরুণী এইডস আক্রান্ত। অপরাধীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ কথা শোনার পর থেকেই ঘুম হারাম দুই অভিযুক্তের।

পুলিশ জানিয়েছে, জেল হেফাজতে আতঙ্কে রয়েছে দু’জনেই। মৃত্যুভয় চেপে বসেছে। যদিও গ্রেফতারদের মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিহারের কাইমুর জেলার বাসিন্দা ওই তরুণী স্বামীকে হারিয়েছেন বছর কয়েক হল। গয়ার অ্যান্টি-রেট্রোভিয়াল থেরাপি সেন্টারে এইডসের চিকিৎসা চলছিল তার। রুটিন টেস্ট করাতেই পাটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে গয়া যাচ্ছিলেন তিনি। এ ঘটনার পর বীরেন্দ্র প্রকাশ সিং ও দীপক সিংকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ওই নারী জানিয়েছেন, যে কামরায় উঠেছিলেন সেটা প্রায় ফাঁকাই ছিল। সেই সুযোগেই দুই যুবক তার ওপর শারীরিক নির্যাতন চালায়। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয় তাকে। ধর্ষণের ঘটনার ভিডিও করে একজন।

পুলিশ জানিয়েছে, আটক দুই জনের বয়স ৩০ বছরের আশপাশে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৪ ও ৬৭এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে অভিযুক্তদেরও।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন