Bkash

পটুয়াখালী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

কাজী সাঈদ, কুয়াকাটা

কাজী সাঈদ, কুয়াকাটা

১০ আগস্ট, ২০২৫ ১৯:১৩

প্রিন্ট এন্ড সেভ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন রেজভীর সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। রোববার (১০ আগস্ট) মহিপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। থানা ছাত্রদলের আহ্বায়ক মো. তানজিল আলম ও সদস্য সচিব মো. রেজাউল ইসলাম রেজা এ স্থগিতাদেশ অনুমোদন করেন।

অভিযোগের বিষয়ে রুহুল আমিন রেজভী বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমি সবসময় দল ও নেতৃবৃন্দের নির্দেশনা মেনে সংগঠনের হয়ে কাজ করেছি। সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’

এ বিষয়ে আহ্বায়ক তানজিল আলম বলেন, ‘তার বিরুদ্ধে সংগঠন পরিপন্থি একাধিক অভিযোগ রয়েছে। যার সুস্পষ্ট প্রমাণও পাওয়া গেছে। এর প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বাউফলে দুই কিশোরকে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

বরিশালটাইমস রিপোর্ট

১১ আগস্ট, ২০২৫ ১২:৪৯

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে দুই কিশোরকে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

পটুয়াখালীর বাউফলে অভি (১৫) ও শান্ত (১৫) নামে দুই কিশোরকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগীর খাল তুলাতলা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে স্থানীয় মুদি ও চা বিক্রেতা মাহবুবের দোকানের বিদ্যুৎ মিটারে আগুন ধরে যায়। পরে দোকানদার ও তার সহযোগীরা অভি ও শান্তকে ধরে এনে রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালায়।

প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় কিশোরদের কাছ থেকে আগুন লাগানোর অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাঁচ হাজার টাকার বিনিময়ে এই কাজ করার কথা স্বীকার করানোর চেষ্টা চলছে। একপর্যায়ে কিশোররা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন আলম রিজভীর নাম উল্লেখ করে।

পরে খবর পেয়ে বাউফল থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে থানায় নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, আহত কিশোরদের কোনো চিকিৎসা না দিয়ে রাতভর ও পর দিন রাত ১০টা পর্যন্ত থানায় আটকে রাখা হয়।

এ বিষয়ে দোকানদার মাহবুব দাবি করেন, কেরোসিন দিয়ে মিটারে আগুন লাগানোর প্রমাণ মিলেছে এবং কিশোররা পুলিশের কাছেও স্বীকারোক্তি দিয়েছে। তবে অভিযুক্ত রিজভী দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সাজানো নাটক এবং তিনি এতে জড়িত নন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, তদন্তে আগুন লাগানোর প্রমাণ মেলেনি। দুই কিশোরকে তাদের আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পটুয়াখালীতে সাংবাদিককে বিএনপি নেত্রীর গালমন্দ ও হুমকি

বরিশালটাইমস রিপোর্ট

১১ আগস্ট, ২০২৫ ১২:৩৭

প্রিন্ট এন্ড সেভ

পটুয়াখালীতে সাংবাদিককে বিএনপি নেত্রীর গালমন্দ ও হুমকি

পটুয়াখালীতে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান তনুকে অকথ্য ভাষায় গালমন্দ ও বেঁধে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা সীমার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজও হাতে এসেছে।

সাংবাদিক রাকিবুল হাসান তনুর অভিযোগ, শহরের একটি ছেলের বাসায় এক তরুণী অবস্থান নিলে তিনি তরুণীর বাবাকে ফোন করে বিষয়টি জানতে চান। এ ঘটনায় কেউ অভিযুক্ত নারী নেত্রীর কাছে বিচার দিলে তিনি ক্ষিপ্ত হয়। আমাকে দেখেই খুবই নোংরা ভাষায় গালমন্দ করে এবং বেঁধে পেটানোর হুমকি দেন।

পটুয়াখালী জেলা মহিলা বিএনপির সভাপতি আফরোজা সীমা বলেন, সে সম্পর্কে আমার নাতিজামাই। পারিবারিক একটি ইস্যুতে ওসব কথা হয়েছে ৷ এখানে অন্য কোনো বিষয় নেই বলে দাবি করেন তিনি। তবে, পারিবারিক কোনো সম্পর্ক নেই বলেও জানায় সাংবাদিক রাকিবুল হাসান তনু।

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘অ্যাঞ্জেলফিশ’

বরিশালটাইমস রিপোর্ট

১০ আগস্ট, ২০২৫ ১২:২৫

প্রিন্ট এন্ড সেভ

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘অ্যাঞ্জেলফিশ’

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে সম্রাট অ্যাঞ্জেলফিশ নামের একটি বিরল প্রজাতির মাছ। কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আনোয়ার মাঝির জালে মাছটি ধরা পড়ে।

রোববার (১০ আগস্ট) সকালে মাছটি মহিপুরে মৎস্যবন্দরে নিয়ে এলে মাছটিকে দেখতে ভিড় করেনে অনেকে। মাছটি অনেকের কাছে অ্যাকুরিয়াম ফিশ নামেও পরিচিত। রঙিন ও দৃষ্টিনন্দন সামুদ্রিক মাছ, যা মূলত উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রাচীরের পরিবেশে বাস করে। বৈজ্ঞানিক নাম পোমাক্যান্থাস ইম্পেরেটর। মাছটির আকার ১৬ ইঞ্চির মতো। গায়ের গাঢ় নীল পটভূমিতে হলুদ অনুভূমিক দাগ, মুখে নীল-কালো ‘মাস্ক’ প্যাটার্ন।

জেলে আনোয়ার বলেন, গত এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিলিং ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে মাছটি ধরা পড়ে। মহিপুর মৎস্য বন্দরের মাছটি নিয়ে এলে মাছটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোবহান শিকদার বলেন, এমন মাছ আমার জীবনে আমি দেখিনি। মাছটি দেখতে অবিকল একুরিয়ামে থাকা মাছের মতো। বাসার সবাইকে দেখানোর জন্য মাছটির কয়েকটি ছবি তুলে নিয়েছি আমি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সগির আকন বলেন, সমুদ্রে ধরা পড়েছে এমন মাছ প্রথম দেখে মাছটিকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। তবে এ জাতীয় মাছ আমি এই প্রথম দেখলাম। মাছটি খাওয়া যায় কিনা সে বিষয়ে আমার জানা নেই। আমি মাছটিকে বিক্রি না করে বাসায় এনে রেখেছি।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটির বাংলা নাম অ্যাঞ্জেলফিশ। বৈজ্ঞানিক নাম (পোমাক্যান্থাস ইম্পেরেটর) এটি অত্যন্ত রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চল। মাছটি সর্বোচ্চ ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে।

তিনি আরও বলেন, মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে। বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না। কারণ আমাদের উপকূলীয় অংশ মূলত কাদামাটি, বালুময়, প্রবালপ্রাচীর তেমন নেই। তবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর সংলগ্ন, মায়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবালপ্রধান এলাকা আছে।

বখতিয়ার রহমান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও স্রোতের ধরণ বদলের কারণে কিছু সামুদ্রিক প্রজাতি তাদের আবাসক্ষেত্র প্রসারিত করছে। এর কারণে হয়তো এ প্রজাতিটি বাংলাদেশের জেলেদের জালে ধরা পরছে।

মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটি বাংলা নাম অ্যাঞ্জেলফিশ। এটি একটি বিরল প্রজাতির মাছ। মাছটি উপকূলে সচরাচর দেখা যায় না। মাছটি গভীর সমুদ্রের। বিভিন্ন প্রজাতির মাছের সাথে এটি জেলের জালে উঠে এসেছে। এটা জেলেদের জন্য একটি সুখবর। এসব মাছ যত বেশি ধরা পড়বে জেলেরা অর্থনৈতিকভাবে তত বেশি লাভবান হবে।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.