Bkash

পটুয়াখালী

মির্জাগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মল্লিক মাকসুদ, মির্জাগঞ্জ

মল্লিক মাকসুদ, মির্জাগঞ্জ

০৩ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১৫

প্রিন্ট এন্ড সেভ

মির্জাগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার ৪টার দিকে বৃষ্টি উপেক্ষা করে সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা  শুরু করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্টপাড়া সড়কের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন নান্নু।

উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, আনোয়ার হোসেন সিকদার, গোলাম ফারুক মুন্সি,আইউব খান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সম্পাদক গোলাম সরওয়ার মনজু, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার,এইচ এম শামীম,প্রচার সম্পাদক আলমগীর হোসেন ,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ রাজু,নাইম হোসেন ও মোঃ ইব্রাহীম হোসাইন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুন:

কুয়াকাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠিবার্ষিকী পালিত

কাজী সাঈদ, কুয়াকাটা

কাজী সাঈদ, কুয়াকাটা

০৩ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১৮

প্রিন্ট এন্ড সেভ

কুয়াকাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠিবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটায় বর্ণাঢ্য র‍্যালী ও পদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর)‌ শেষ বিকাল পৌর বিএনপি’র উদ্যোগে পৌরসভার চত্বর থেকে র‍্যালীটি শুরু হয়ে কুয়াকাটা চৌরাস্তায় পদসভায় মিলিত হয়।

পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। গুঁড়িগুঁড়ি বর্ষা উপেক্ষা করে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‍্যালী শেষে অনুষ্ঠিত পদসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি আজিজ মুসুল্লি, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।

এ সময় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। দলের ৪৭ বছরের দীর্ঘ পথচলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দিক নির্দেশনা আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করছে।

লোহালিয়া নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩০

প্রিন্ট এন্ড সেভ

লোহালিয়া নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে ৮ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের ও বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুহিন (২৫) পটুয়াখালী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। রেজাউল (২৮) সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে।

জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তুহিন। তখন থেকে নিখোঁজ ছিলেন তিনি। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। অন্যদিকে রেজাউল অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতেন।

সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ এক যুবক আটক

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

০২ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩৭

প্রিন্ট এন্ড সেভ

গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ এক যুবক আটক

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. ইয়াসিন তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করে গলাচিপা থানা পুলিশ।

এর আগে রোববার বিকেলে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩টি এক হাজার টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। ইয়াসিন রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা সলেমন তালুকদারের ছেলে।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ইয়াসিনকে জাল টাকা পাচারের সময় আটক করে। ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সঙ্গে জড়িত। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.