Bkash

পটুয়াখালী

কুয়াকাটা সৈকত থেকে লাল কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কাজী সাঈদ, কুয়াকাটা

কাজী সাঈদ, কুয়াকাটা

২৩ আগস্ট, ২০২৫ ১৩:১৬

প্রিন্ট এন্ড সেভ

কুয়াকাটা সৈকত থেকে লাল কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।  শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল।'

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, 'সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই। ধারণ করছি এটি ডুবে যাওয়া ট্রলারের কোন জেলের লাশ হবে।'

আরেকজন প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, 'দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি লাশ। বিষয়টি ভয়াবহ মনে হওয়ায় আমরা আর কাউকে হাত না দিয়ে পুলিশকে খবর দিই।'

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, 'মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।'

বাউফলে ৩ কিলোমিটার সড়কে ১০ হাজার তালের বীজ রোপণ

জসীম ‍উদ্দিন, বাউফল

জসীম ‍উদ্দিন, বাউফল

২৩ আগস্ট, ২০২৫ ১৭:৫৯

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে ৩ কিলোমিটার সড়কে ১০ হাজার তালের বীজ রোপণ

পটুয়াখালীর বাউফলে বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বজ্রপাত নিরোধক ১০ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে তেঁতুলিয়া নদীর পাড়ের প্রায় ৩ কিলোমিটার সড়কের দুই পাশে এ তালের বীজ রোপণ করা হয়।

ইসলামী ব্যাংক কর্মকর্তা ও সমাজ কর্মী মো. মাসুম বিল্লাহর উদ্যোগে এ তালের বীজ রোপণ করা হয়। মাসুম বিল্লাহ বলেন, দুই বছর আগে কালাইয়া ইউনিয়নে ১২ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।

এ বছর আমরা ১০ হাজার বীজ রোপণ করছি। পর্যায়ক্রমে কালাইয়া ইউনিয়নে ৫০ হাজার তালের বীজ রোপণ করব। যেহেতু এটি একটি উপকূলীয় এলাকা। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে থাকে। এতে মানুষ ও গবাদিপশুর প্রাণহাণি থেকে রক্ষা পাবে।

তাল বীজ রোপণ কালে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মাতব্বর, পূর্ব কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবর রহমান, তাতেরকাঠি দাখিল মাদ্রাসার সুপার নুরুল আমিন, পূর্বকালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান সোহেল, কালাইয়া আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কাঁকড়া-ভুক পাইন্না সাপ

কাজী সাঈদ, কুয়াকাটা

কাজী সাঈদ, কুয়াকাটা

২৩ আগস্ট, ২০২৫ ১৬:৫৪

প্রিন্ট এন্ড সেভ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কাঁকড়া-ভুক পাইন্না সাপ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির একটি মৃদু বিষধর কাঁকড়া-ভুক পাইন্না সাপ। এটির ইংরেজি নাম (Crab-eating Water Snake, Fordonia leucobalia)। শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পূর্বপাশ থেকে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সাপটিকে উদ্ধার করেন। সাপটির দৈর্ঘ্য ২ ফুট।

সৈকতের ওয়াটার বাইক চালক আব্দুল সালাম প্রথমে সাপটি দেখতে পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠনকে খবর দেন। পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী, কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মী ও বনবিভাগের যৌথ উদ্যোগে সাপটি উদ্ধার করে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়া-ভুক পাইন্না একটি বিরল প্রজাতির পানিসাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

তিনি আরও বলেন, সাপটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কাঁকড়াকে টুকরো টুকরো করে খায়, যা সাপের জগতে বিরল। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির দেখা মেলে। জীববৈচিত্র্য রক্ষায় সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, উত্তাল ঢেউয়ের স্রোতে সাপটি সৈকতের বালিতে আটকে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয় ও পর্যটকরা ভিড় করলেও কেউ এটিকে মারেনি। পরে প্রশিক্ষিত টিম এসে বনবিভাগের সহায়তায় উদ্ধার করে অবমুক্ত করা হয়।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে.এম মনিরুজ্জামান বলেন, কাঁকড়া-ভুক পাইন্না সুন্দরবনে পাওয়া বিরল ও মৃদু বিষধর পানিসাপ। এর প্রধান খাদ্য কাঁকড়া ও জলজ প্রাণী। নিশাচর ও লাজুক স্বভাবের এই সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় মানুষ অকারণে সাপ মেরে ফেলে। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

বাউফলে নিখোঁজের ৩দিন পর কিশোরীর লাশ উদ্ধার

জসীম ‍উদ্দিন, বাউফল

জসীম ‍উদ্দিন, বাউফল

২৩ আগস্ট, ২০২৫ ১৬:৫০

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে নিখোঁজের ৩দিন পর কিশোরীর লাশ উদ্ধার

পাটুয়াখালীর বাউফ‌লে উর্মি আক্তার(১৫) নামের নিখোঁজ হওয়া এক কি‌শোরীর ৩দিন পর তার মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।আজ শ‌নিবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখা‌লি-নুরাইনপাশা খালের হাওলাদারবা‌ড়ি এলাকা‌ থে‌কে ওই মর‌দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই কি‌শোরী উপ‌জেলা সদর ইউনিয়‌নের গো‌সিংগা গ্রা‌মের নজরুল বয়া‌তির মে‌য়ে।

নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা‌গে‌ছে, গত বৃহস্প‌তিবার দিবাগত রাত ২টার দি‌কে প্রকৃ‌তির ডা‌কে সাড়া দি‌য়ে ঘ‌রের বা‌হি‌রে যান উর্মি। অ‌নেকক্ষণ হ‌য়ে গে‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে খুজ‌তে যান। বাথরু‌মে তা‌কে না পে‌য়ে সবাই এদিক সে‌দিক খোজাখু‌জি শুরু ক‌রে।

নি‌খো‌ঁজের ৩‌দিন পর গতকাল শ‌নিবার সকা‌লে কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখালি খা‌লে ভাসমান লাশ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেন। খবর পে‌য়ে পু‌লিশ ও নিহ‌তের প‌রিবা‌রের লোকজন ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে।

নিহ‌তের বাবা নজরুল জানান, অ‌নেক খোঁজার পর না পে‌য়ে পু‌লি‌শের কা‌ছে জি‌ডি কর‌তে যান তি‌নি। কিন্তু পু‌লিশ নিহ‌তের প‌রিবা‌রের কোন অ‌ভি‌যোগ গ্রহণ ক‌রেন‌নি। নিহ‌তের মামা সবুজ তালুকদা‌রের দা‌বি ওই মে‌য়ের সা‌থে স্থানীয় এক ছে‌লের সম্পর্ক ছিল। ত‌বে ছে‌লের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রেন‌নি তি‌নি।

এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সরকার ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ময়না তদ‌ন্তের পর নিশ্চিত হওয়া যা‌বে। ঘটনার সা‌থে কেউ জ‌ড়িত‌ থাক‌লে দ্রুত আইনের আওতায় আনা হ‌বে।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.