primary-ads

পটুয়াখালী

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলারডুবি, নিখোঁজ ৬, উদ্ধার ৯

কাজী সাঈদ, কুয়াকাটা

কাজী সাঈদ, কুয়াকাটা

২৯ জুলাই, ২০২৫ ১৩:১৯

প্রিন্ট এন্ড সেভ

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলারডুবি, নিখোঁজ ৬, উদ্ধার ৯

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। গত শুক্রবার সকাল দশটায় দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে।

এখনো নিখোঁজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের ৬ জেলে। মঙ্গলবার ভোররাতে উদ্ধার হওয়া ৯ জেলে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন, রাজিব, রাহাত, হাসান, সাগর, হারুন, সাগর, হাসান, গিয়াস উদ্দিন ও ইব্রাহিম।

উদ্ধারকৃত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলে সহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীয় গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তান্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়।

এসময় তাদের কাছ থেকে ১ জন হারিয়ে যায়। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দু,দুফায় আরও ৫ জন হারিয়ে যায়। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছলে গতকাল রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারন ডায়েরি করেছেন।

বাউফলে এলজিইডি আফিসে সংঘর্ষ; আহত ৪ জন

জসীম ‍উদ্দিন, বাউফল

জসীম ‍উদ্দিন, বাউফল

২৯ জুলাই, ২০২৫ ১৯:৩৪

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে এলজিইডি আফিসে সংঘর্ষ; আহত ৪ জন

পটুয়াখালীর বাউফল এলজিইডি অফিসে  ঠিকাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।   মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার এলজিইডি অফিসের ৪ তলায়  সার্ভেয়ার জহির এর রুমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঠিকাদার ওয়াসিম, রুহুল, সার্ভেয়ার জহির ও উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্বাস আহত হয়।

গুরুতর আহত দুইজন ওয়াসিম ও রুহুলকে বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জানাগেছে,মেসার্স শেখ এন্টার প্রাইজের নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে ১কোটি ৫১লক্ষ ৯৪ হাজার ৪শত ৩০ টাকার আধুনিক মানের  আইসিটি ফ্লোর এর কাজ উপজেলা পরিষদের ৫তলায় চলমান।  যৌথ কাজের বর্তমান বিল ভাগাভাগি নিয়ে প্রথমে ঠিকাদার ওয়াসিম ও রুহুলের মধ্যে হাতাহাতি ও দেশীয় অস্ত্র দিয়ে একে অপরকে আঘাতের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এলজিইডি অফিসের সার্ভেয়ার জহির, ওয়াসিম, রুহুল ও আব্বাস  ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টার প্রাইজের নামে বরাদ্ধকৃত ভবন সাব কন্টাকে নিয়ে যৌথভাবে কাজ করছেন।  এ বিষয়ে উপ সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস জানান, আমি ঘটনাস্থলে যাবার আগেই ঝামেলা শেষ হয়ে গেছে।

বাউফলে বালুভ‌র্তি কার্গোর সাথে ব্রিজের ধাক্কা: ড্রাইভারের মাথা বিচ্ছিন্ন 

জসীম ‍উদ্দিন, বাউফল

জসীম ‍উদ্দিন, বাউফল

২৯ জুলাই, ২০২৫ ১৮:৪০

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে বালুভ‌র্তি কার্গোর সাথে ব্রিজের ধাক্কা: ড্রাইভারের মাথা বিচ্ছিন্ন 

 পটুয়াখালীর বাউফলে বালু ভ‌র্তি কার্গো  (বাল্কহেড) নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের সাথে ধাক্কা লেগে ড্রাইভার মোঃ শা‌কিব (২২) এর দেহ থেকে  মাথা চি‌চ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার ( ২৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার দি‌কে উপ‌জেলার কা‌ছিপাড়া ইউনি‌য়নের পাকডাল গ্রামের খান বা‌ড়ি সংলগ্ন খা‌লে ওই ঘটনা ঘটেছে। নিহত শা‌কিব উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়া‌র্ড এলাকার মোঃ কবির মৃধার ছেলে।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, এক‌টি বালু ভর্তি কার্গো  ( বাল্কহেড) ভ‌র্তি বালু নিয়ে  কা‌ছিপাড়া ইউনিয়নের কারখানা থেকে দেওপাশা যাচ্ছিলেন শ্রমিক শা‌কিব। কারখানা খানবা‌ড়ি ব্রীজের নিচ দিয়ে  অ‌তিক্রম করার সময় সা‌কিব ওই বাল্কহেডের উপর বসা ছিলেন।  ব্রীজ‌টির উচ্চতা কম হওয়ার অসাবধানতার ব্রীজের  সাথে বাল্কহেডের ধাক্কা  লেগে ঘটনাস্থলেই তার ( ড্রাইভার  শাকিব)  এর দেহ থেকে  মাথা বি‌চ্ছিন্ন হয়ে খালে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীর রিয়াজ সূত্রে জানাযায়। পরে  স্থানীয়ারা থানা পুলি‌শকে খবর দিলে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে পু‌লিশ।

সাংবাদিক পরিচয়ে সরকারি দপ্তরে তথ্য সংগ্রহ করার অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে 

মল্লিক মাকসুদ, মির্জাগঞ্জ

মল্লিক মাকসুদ, মির্জাগঞ্জ

২৯ জুলাই, ২০২৫ ১৫:২৯

প্রিন্ট এন্ড সেভ

সাংবাদিক পরিচয়ে সরকারি দপ্তরে তথ্য সংগ্রহ করার অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ শামসুল হকের বিরুদ্ধে অফিস চলাকালীন সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে সাংবাদিক পরিচয়ে তথ্য সংগ্রহ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর রসোরঞ্জন এর কাছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কতটি পোষ্ট খালি আছে এই বিষয়ে সাংবাদিক পরিচয় দিয়ে তথ্য জানতে চান মোঃ শামসুল হক।

এই সময় উপস্থিতিরা শামসুল হকের কাছে জানতে চান অফিস চলাকালীন সময়ে আপনি এখানে কেন। আপনারতো এই সময় স্কুলে থাকার কথা। তখন শামসুল হক দ্রুত দৌড়ে শিক্ষা অফিস থেকে বের হয়ে যান এবং অসংলগ্ন কথা বলতে থাকেন। স্থানীয়রা তাঁর বক্তব্য রেকর্ড করতে চাইলে তিনি দ্রুত পালিয়ে যান।

স্থানীয়রা সাংবাদিকদের জানান, শামসুল হক তার ব্যক্তিগত মটর সাইকেলে পত্রিকা অফিসের স্টিকার লাগিয়ে স্কুল ফাঁকি দিয়ে উপজেলার সর্বত্র ঘুরে বেড়ান। 

বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন জানান, পারিবারিক সমস্যার কথা বলে শামসুল হক ছুটি নিয়েছেন। তিনি আরও জানান, ২০২২ ও ২০১৮ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষক-কর্মচারী একই সঙ্গে আর্থিক লাভজনক ও চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না। এতদিন অভিযোগ পাইনি তাই ব্যবস্থা নেইনি। এখন অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা নিব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলান জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তাৎক্ষনিক শামসুল হকের সাথে উপজেলা পরিষদের মধ্যে দেখা হলে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন স্যার আমি ছুটিতে আছি। শিক্ষাপ্রতিষ্ঠানের একজন অফিস সহকারী হয়ে সাংবাদিক পরিচয়ে অফিসে আসা এবং তথ্য চাওয়াটা খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.